ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শেষটা দেখতে পেলেন মাশরাফি বিন মর্তুজা। গতবছর বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। মনে হচ্ছিল মাঠ থেকে অবসরই নেবেন না কিংবদন্তি এই ক্রিকেটার। তবে বুধবার জানা গেল ফিট থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফিই নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে।
মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার সভাপতি নাজমুল হাসান পাপন এমন তথ্য দিয়েছেন। ফিটনেস প্রমাণ করতে পারলে গত বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি।
ইংল্যান্ডে বিশ্বকাপ থেকেই চোট নিয়ে ভুগছেন এই পেসার। শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। গত বিপিএলেও খেলেন চোট নিয়েই। এ অবস্থায় জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ফিট হয়ে ওঠার লড়াই চলছে তার। ফিটনেস প্রমাণ সাপেক্ষে অন্তত আরও একটি সিরিজ মাশরাফির খেলা নিশ্চিত। পাপন বলেন, ‘আমি সবসময় একটি কথা বলে আসছি। সাকিবের মতো ক্রিকেটার আমাদের হাতে নেই, মাশরাফির মতো অধিনায়কের বদলী আমাদের হাতে এই মুহূর্তে নেই। এখন মাশরাফির ব্যাপারটা হচ্ছে, আগে বিপ টেস্টের ব্যাপার ছিল না। এখন তো এটা পাশ করতে হয়। মাশরাফি তো বিপ টেস্ট পাশ নাও করতে পারে। এটা একটা ব্যাপার।’
এখানেই শেষ নয় আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট মোড় ঘুরিয়ে যে এই অবস্থায় এসেছে, মাশরাফির অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। ওর নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও আমরা জানি, ওর একটা সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে ও কতদিন খেলবে।’
ফিটনেস পরীক্ষায় পাস সহজ নাও হতে পারে মাশরাফির। অবশ্য নাজমুল হাসান জানিয়ে রাখলেন, ‘আমার ধারণা, মাশরাফি জিম্বাবুয়ে সিরিজে খেলছে অবশ্যই। যদি ফিট না হয়, সেটা তো অন্য কথা। ওর জন্য আমরা অতটা কড়াকড়ি করতে যাচ্ছি না। তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ সামনের বিশ্বকাপের দিকে তাকিয়ে আমাদের অধিনায়ক ও দল গোছাতে হবে অন্তত ২ বছর আগে। এখানে খুব বেশি সমস্যা নাই। এক-দেড় মাসের মধ্যে হয়তো পরিস্কার হয়ে যাবে। এই সিরিজ পর্যন্ত আমরা অপেক্ষা করছি।’
তাহলে অধিনায়ক মাশরাফি যদি খেলা চালিয়ে যেতে চান তবে কী হবে? এনিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মাশরাফি খেলতে চাইলে খেলতেই পারে। তবে আমার ভাবনায় বেশি আছে নেতৃত্ব। নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর, অন্য কাউকে যদি আমরা ঘোষণা করে দেই (অধিনায়ক), এরপর যদি ও পারফরম্যান্স দিয়ে দল ঢুকতে পারে তো ঢুকবে। কারও জন্যই এখানে বাধা নেই। অধিনায়কের ব্যাপারে হয়তো এক মাসের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব। ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে, এমন কাউকেই আমরা বেছে নেব।’
২০১৭ সালে আন্তজাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মাশরাফি চালিয়ে যান ওয়ানডে ক্রিকেট। এ পর্যন্ত ৮৫ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৪৭টি জয় এনে দিয়েছেন টাইগারদের।
১ মার্চ শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। শেষ দুটি ম্যাচ ৩ ও ৬ মার্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ৫০ ওভারের ক্রিকেটে ৩৬ বছর বয়সী মাশরাফির নেতৃত্বেই লড়বে বাংলাদেশ।
Discussion about this post