জিম্বাবুয়ে সফরে রয়েছে বাংলাদেশ টেস্ট দল। প্রথমে টেস্ট ম্যাচ, যা শুরু ৭ জুলাই। এরপরই ওয়ানডে ও টি-টুয়েন্টি লড়াই। তার আগে দেশের মাঠেই সীমিত ওভারের দলে থাকা কয়েকজন ক্রিকেটার করলেন অনুশীলন। মিরপুরের একাডেমি মাঠে নিজেদের প্রস্তুত করেন নেন রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমানরা।
দুই দিন অনুশীলন শেষে ৭ জুলাই ভোরে জিম্বাবুয়ের পথে তারা ঢাকা ছাড়বেন। ওয়ানডে দলের নাঈম শেখ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, সাইফুদ্দিন, মোস্তাফিজ, মোসাদ্দেক ও রুবেল এবং টি-টুয়েন্টি দলের সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব করছেন অনুশীলন।
সোমবার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রুবেল হোসেন। অভিজ্ঞ এই পেসার যা বললেন তা তুলে ধরা হলো এখানে-
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন শামীম হোসেন পাটোয়ারি। এই অলরাউন্ডারকে দেখে কেমন মনে হলো…
শামীম পাটোয়ারি খুবই ভালো প্লেয়ার। বড় প্লেয়ার। বড় ছয় মারতে পারে। আমরা সবাই জানি। আমি নিজেও খেলেছি। ও ট্যালেন্ট প্লেয়ার। আশাবকাদি ও খুবই ভালো খেলবে। সিনিয়র হিসেবে আমি যেহেতু বোলার–কোনো বিষয় নিয়ে যদি সে জিগ্যাস করে আমার অভিজ্ঞতা তার সঙ্গে ভাগাভাগি করব।
চোখ ট্রফিতে..
লাস্ট আমরা যখন জিম্বাবুয়ে গিয়েছি আমরা ট্রফিটা আনতে পারিনি। যদিও ইনশাআল্লাহ এবার আমাদের টিমটা ভালো। ব্যালেন্স টিম। ভালো ভালো ক্রিকেটার আমাদের টিমে আছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি–তাহলে ট্রফিটা এবার ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আসবে।
নিজের ফিটনেস প্রসঙ্গে..
আমি সুস্থ ও ফিট আছি। লাস্ট ডিপিএলে আমার একটু। সমস্যা ছিল। এখন হান্ড্রেড পার্সেন্ট ফিট আছি। যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করব।
পেসারদের জন্য জিম্বাবুয়ে কতোটা চ্যালেঞ্জিং…
যেহেতু আমাদের এরকম ঠাণ্ডা কন্ডিশনে আমরা অনেক ট্যুর করেছি। পেস বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। যদিওবা পেস বোলারদের অনেক বড় ভূমিকা রাখতে হবে জিম্বাবুয়ে সিরিজে। পেসাররা যদি টিমের প্লান অনুযাায়ী দায়িত্ব নিয়ে বোলিং করতে পারি–তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় পেসাররা অনেক সফল হবে।
সিরিজে কেমন করবে দল..
গত কয়েকবছর ধরে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, তাই আমার মনে হয় ওয়ানডেতে আমাদের খুবই ভালো সম্ভাবনা আছে। এবং টি–টোয়েন্টিতেও আমাদের যে টিম–আমার কাছে মনে হয় ওয়ানডে ও টি-টুয়েন্টিতে যথেষ্ট সম্ভাবনা আছে। আর টেস্টের কথা যদি বলেন, তাদের হোম কন্ডিশনে খেলা, আমরা যদি আমাদের দায়িত্ব অনুযায়ী ভালো খেলতে পারি, তাহলে টেস্টেও পজিটিভ কিছু আশা করতে পারি।
Discussion about this post