ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ে থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপরেই হোটেলবন্দী হতে হয়েছে টাইগারদের।
একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সফরে কেবল একটি ম্যাচ হেরেছে টাইগাররা, টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। বাকি সবক’টি ম্যাচ জয় করে তিন সংস্করণেরই ট্রফি নিয়ে দেশে ফিরেছে টাইগাররা।
গতকাল জিম্বাবুয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হারারে থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছিল বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কাতারের দোহা হয়ে আজ (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগার ক্রিকেটাররা।
দেশের পৌঁছানোর পরেই ক্রিকেটারদের ঠিকানা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সেখানে তিন দিন কোয়ারেন্টিন পালন করতে হবে সবাইকে।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য আগামী ১০ দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালেই জৈব সুরক্ষা বলয়ের ভেতর থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
Discussion about this post