ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অভিপ্রায়ে অতীতে জিম্বাবুয়েকে বাড়তি টাকা দিয়ে সফরে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার আর বাড়তি কোনো অর্থ দেশটির ক্রিকেট দলকে দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি।
এবার পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসছে জিম্বাবুয়ে। ৩০ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ নভেম্বর। তিনটি ম্যাচের ভেন্যুই মুলতান। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৭, ৮ ও ১০ নভেম্বর।
এবারের এই সফরে জিম্বাবুয়ে বাড়তি কোনো অর্থ পাবে না। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এ ব্যাপারে বলেন, ‘২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিসিবি জিম্বাবুয়ে, বিশ্ব একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের প্রণোদনা দিয়েছিল। আমরা মনে করি, সেই সময় অনুযায়ী এটা ঠিকই ছিল এবং খেলোয়াড় ও বোর্ডগুলোতে পাকিস্তান সফরে উদ্বুদ্ধ করতেই এমনটি করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘তবে পিসিবি খুব দ্রুতই ঐ ব্যবস্থা থেকে সরে এসেছে। খেলোয়াড়দের পাকিস্তানে আনতে এখন আর বাড়তি অর্থের প্রয়োজন নেই। পিসিবি এখন ক্রিকেট বিশ্বের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করছে।’
Discussion about this post