চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশাজনক অভিযান শেষে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসির সেই মিশনের পর ক্রিকেটাররা অংশ নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা।
চলতি এপ্রিল মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
এই সিরিজকে সামনে রেখে ১৩ এপ্রিল থেকে সিলেটে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। এরই অংশ হিসেবে আজ (১২ এপ্রিল) প্রথম ধাপে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফ এবং ডিপিএলে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে রোববার (১৩ এপ্রিল) যোগ দেবেন বাকি সদস্যরা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১২ এপ্রিল অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ডিপিএলের আজকের ম্যাচ শেষেই অনেক ক্রিকেটার সিলেটের উদ্দেশে যাত্রা করেছেন, তাই প্রস্তুতি শুরু হচ্ছে একদিন পর।
সিরিজ সামনে রেখে জিম্বাবুয়ে দল আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে।
Discussion about this post