বড় ম্যাচ মানেই যেন ক্রিশ্চিয়ানো রোনালেদা ম্যাজিক। আসলে বড় ফুটবলার বলে কথা! তার জোড়া গোলেই
বুধবার জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে উঠার পথ প্রস্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এ অবস্থায় ‘বি’ গ্রুপে তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়ে চার পয়েন্ট নিয়ে এরপরই আছে গালাতাসারে। তৃতীয়স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২।
জিতেছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে তাতে ছিল ভাগ্যের ছোঁয়া! রিয়াল সোসিয়েদাদের আত্মঘাতী গোলে ১-০ গোলে জিতেছে রেড ডেভিলরা।
এ’ গ্রুপের অন্য খেলায় জার্মানির বায়ার লেভারকুজেন ৪-০ গোলে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে সহজেই হারিয়েছে। দুটিতে জয় ও একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যানইউ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেভারকুজেন।
জিতেছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার সিএসকে মস্কোর বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এদিকে ভিক্টোরিয়া প্লাজেনকে সহজেই ৫-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ম্যানচেস্টার সিটির অর্জন ৬ পয়েন্ট।
এদিকে আরেক ম্যাচে অ্যান্ডারলেখটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।
Discussion about this post