বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) জয় তুলে নিল বিসিবি দক্ষিণাঞ্চল। বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথম রাউন্ডের চতুর্থ ও শেষ দিন দ্বিতীয় সেশনেই ৮ উইকেটে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।
প্রথম ইনিংসে ২৬০ রান করে পূর্বাঞ্চল। পরের ইনিংসে ২৫৭ রান। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৪২৯ রান তুলে। এরপর জিততে দলটির সামনে লক্ষ্য ছিল ৮৯। অনায়াসেই জয় তুলে নেয় তারা।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২৬০/১০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪২৯/১০
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৮৪.২ ওভারে ২৫৭ (আফিফ ৮৬, ইরফান ৪০, রেজাউর ১১, নাঈম ১৪, মোহাম্মদ এনামুল ০, রুয়েল ০*; মেহেদি রানা ৫.২-২-২৭-১, কামরুল ১১-০-৪১-০, নাসুম ২৬-৪-৮০-২, মেহেদি ২২-৫-৪৯-২, নাহিদুল ১৪-৩-৩০-৪, ফরহাদ ৬-১-২৪-১)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (লক্ষ্য ৮৯) ২১.৩ ওভারে ৯০/৩ (এনামুল ১১, পিনাক ২, অমিত ১৯*, হৃদয় ৫৪*; নাঈম ১১-২-৪৩-০, রেজাউর ৪-০-১৬-২, মোহাম্মদ এনামুল ৪-০-১৪-০, রুয়েল ২.৩-০-১৫-০)
ফল: দক্ষিণাঞ্চল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জাকির হাসান
………..
বিসিএলের আরেক ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। মার্শালের লড়িয়ে সেঞ্চুরির পরও উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংস থামে ২৭৪ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২তম সেঞ্চুরি তুলেন মার্শাল আইয়ুব।
লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি মধ্যাঞ্চল জিতেছে ইনিংস ও ৭০ রানে। হাসান ৪৫ ওভারে ৭৪ রান দিয়ে নেন ৬ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিসিএলে প্রথম তিনশ রানের উদ্বোধনী জুটি গড়ে মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান তাদের সেঞ্চুরির জন্য যৌথভাবে পেলেন ম্যাচসেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২১৯/১০
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৫৬৩/৩ (ডিক্লেয়ার)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন ১৭২/৫) ১২১.২ ওভারে ২৭৪ (মার্শাল ১০১, মাহিদুল ২৫, আরিফুল ৩, আমিনুল ০, শফিকুল ০, নোমান ০*; রবিউল ১৭.২-৮-২২-৩, মৃত্যুঞ্জয় ১৫-৪-৩৫-১, শুভাগত ২৪-৪-৭৩-০, মুকিদুল ১৪-২-৪২-০, সৌম্য ৫-০-১৮-০, মুরাদ ৪৫-১৯-৭৪-৬)
ফল: ওয়ালটন মধ্যাঞ্চল ইনিংস ও ৭০ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান
Discussion about this post