জাতীয় দল থেকে বাদ পড়াটাই যেন তাতিয়ে দিচ্ছে তাকে। ফের ব্যাট হাতে সফল নাসির হোসেন। বিকেএসপিতে মঙ্গলবার লো স্কোরের ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতালেন তিনি। তার ম্যাজিকে পারটেক্সের বিপক্ষে ৬ উইকেটে জিতল আবাহনী।
টস জিতে পারটেক্স এসসি ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে তুলে ১৭০ রান। নাসির ২৩ রানে নেন ৩ উইকেট। এরপর ব্যাট হাতে নেমে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ বলে ২৯ রান। তাতেই ৩৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হার আবাহনীর। পারটেক্সের সমান ম্যাচে তিন হার ও দুই জয়।
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স : ১৭০/১০, ৪৯.২ ওভার (মেহরাব ৫৪, জনি ৩৫; নাসির ৩/২৩, অপু ৩/২৬, সাকলাইন সজীব ২/৩৩, আল-আমিন ২/২৩)।
আবাহনী : ১৭৫/৪, ৩৩.১ ওভার (লিটন ৬৪, রকিবুল ৪৪*, নাসির ২৯; রেজাউল ২/৫৬)।
ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : নাসির হোসেন।
প্রাইম ব্যাংক হারাল মোহামেডানকে
জাতীয় দলের বাইরে খেলতে নেমেই সাফল্য পেলেন শুভাগত হোম চৌধুরী। তার অলরাউন্ড নৈপুন্যে মঙ্গলবার জিতল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লার স্লো উইকেটে মোহামেডান তুলে ১৮৫ রান। শুভাগত ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ৪৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। শুভাগত করেন ৪৭ রান।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এখন পাঁচ ম্যাচে চার জয় প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমির। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তারা। মোহামেডানের জয় দুটি। তারা হেরেছে তিন ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ১৮৫/৮, ৫০ ওভার (ইজাজ ৩০, তানভির ২১, মিঠুন ২৩, নাঈম ৫৬, আলাউদ্দিন বাবু ২১; শুভগত ৩/৩৯, মুনাবিরা ২/৩৫)।
প্রাইম ব্যাংক : ১৮৬/৬, ৪৩.৩ ওভার (শুভগত হোম ৪৭, সৈকত ৪৬, সাদমান ৩২; রাহাতুল ৩/৩৩)।
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : শুভগত হোম।
রাজ্জাকের স্পিন যাদু
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জাতীয় দলের ক্রিকেটারদেরই জয়জয়কার। এইতো মঙ্গলবার আব্দুর রাজ্জাক জেতালেন কলাবাগান ক্রীড়া চক্রকে। বিকেএসপির চার নম্বর মাঠে কলাবাগান প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২২০ রান। রাজ্জাকের ব্যাটে ৩৪। এরপর বল হাতে তিনি ওল্ড ডিওএইচএসের ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি।
লিগে পাঁচ ম্যাচে এটি দ্বিতীয় জয় কলাবাগান ক্রীড়া চক্রের।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রীড়া চক্র : ২২০/৮, ৫০ ওভার (ফজলে রাব্বি ২৬, শামসুর ২৩, মুবারক ৫০, তাসামুল ৩০, রাজ্জাক ৩৪; নেহাদুজ্জামান ৩/৫৮, শেহান জয়াসুরিয়া ২/২২)।
ওল্ড ডিওএইচএস : ১৩০/১০, ৩৭.৩ ওভার (আহসানুল হক ৩২, শেহান ৩১; রাজ্জাক ৪/১৬)।
ফল : কলাবাগান ক্রীড়া চক্র ৯০ রানে জয়ী।
ম্যাচসেরা : আবদুর রাজ্জাক।
Discussion about this post