প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। তবে আত্মতুষ্ঠিকে ভুগছেন না মুশফিকুর রহীমরা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে হারাতে পারলেই তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ট্রফি পেয়ে যাবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপর ১টা ৩০ মিনিটে।
এমন এক লড়াইয়ে কেন উইলিয়ামসনকে ছাড়াই খেলতে হবে কিউইদের। প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। দেশে ফিরে গেছেন উইলিয়ামসন। সিরিজে পিছিয়ে পড়া নিউজিল্যান্ড বুধবার অনুশীলনই করেনি। হোটেলে পরিকল্পনায়, জিমনেশিয়ামে এবং বিশ্রামে সময় কাটিয়েছে তারা।
মুশফিকরা অবশ্য বুধবার দুপুরে মিরপুরে অনুশীলন করেছে। সহঅধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, ‘সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে কোনো বদল আসছে না। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই নামবে বাংলাদেশ।’
আবহাওয়া অফিস বলছে, সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরের আকাশ পরিষ্কার থাকবে। স্পিন শক্তিতেই নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ। আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান রুবেল হোসেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত।
Discussion about this post