অ্যান্টিগা টেস্টে হারের মুখে বাংলাদেশ। আজ মঙ্গলবার টেস্টের শেষ দিনে ভয়াবহ চাপে থেকে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। অবশ্য শেষ বেলায় মন্দ আলোতে খেলা বন্ধ না হলে আরও বিপাকে পড়ে যাচ্ছিল তারা। মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন লাইট মিটার বের করে জানান খেলা চলার মতো পর্যাপ্ত আলো নেই। ১০ ওভারের মতো বাকি থাকতেই চতুর্থ দিনের খেলার ইতি টানে।
আর টেস্টের চতুর্থ দিনে সোমবার বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রানে দিন শেষ করে। মানে জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জিততে তাদের চাই ৩ উইকেট। আর ২২৫ রান। জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের।
বলা দরকার, টেস্টে মাত্র একবার দুইশর বেশি রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালের সেন্ট জর্জেস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২১৭ রানের লক্ষ্যে ৪ উইকেটে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশের আশার প্রদীপ হয়ে টিকে আছেন জাকের আলি অপরাজিত ৪৫ রানে, হাসান মাহমুদ ৬ বল খেলে কোনো রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট তুলেছেন রোচ ও সিলস। অন্য উইকেটটি নিয়েছেন শামার জোসেফের।
এর আগে তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৩৪ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ৬ উইকেট নিয়ে শেষ করলেন তাসকিন। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্যে ৩৩৪) ৩১ ওভারে ১০৯/৭ (জয় ৬, জাকির ০, মুমিনুল ১১, শাহাদাত ৪, লিটন ২২, মিরাজ ৪৫, জাকের ১৫*, তাইজুল ৪, হাসান ০*; রোচ ৮-১-২০-৩, সিলস ৯-৩-৩১-৩, শামার জোসেফ ৬-১-২২-১, আলজারি জোসেফ ৫-০-৩৪-০, গ্রেভস ৩-১-১২-০)
* চতুর্থ দিন শেষে
Discussion about this post