আরো একটা ম্যাচে প্রতিরোধ না গড়েই হার মানল বাংলাদেশ। জয়ের জন্য ১৯১ রান সামনে রেখে খেলতে নেমে মুশফিকুর রহীমরা তুলে ১৪০। বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠার পথটা আরো প্রশ্বস্ত করল পাকিস্তান।
অন্যদিকে সুপার টেনে নিজেদের তিন ম্যাচেই বাজে ভাবে হারল বাংলাদেশ।
চাপে থেকে রোববার পাকিস্তানের মুখোমুখি হয়েছেন মুশফিকুর রহীমরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৯০ রান।
আহমেদ শেহজাদের সেঞ্চুরিতেই এই বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ৬২ বলে ১১১ রান করেন তিনি। শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ২৬। আব্দুর রাজ্জাক ২০ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে কখনোই বাংলাদেশকে মনে হয়নি যে তারা জিততে যাচ্ছে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল তুলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান। সাকিব আল হাসান করেন ৩৮।
এমন হারের পর অজুহাত খুঁজেন নি অধিনায়ক মুশফিক। বললেন ‘সত্যি বলতে কি এটি আমাদের জন্য এখন পর্যন্ত খুবই হতাশাজনক টুর্নামেন্ট। তবে আরেকটি ম্যাচ রয়েছে, আমরা সেই ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অন্তত সেই ম্যাচে কিছু একটা করতে চাই।’ মঙ্গলবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৯০/৫ (শেহজাদ ১১১*, শোয়েব ২৬, আফ্রিদি ২২; রাজ্জাক ২/২০, সাকিব ১/২১, মাহমুদুল্লাহ ১/২৪, আল-আমিন ১/৩৭)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪০/৭ (তামিম ১৬, এনামুল ১৮, সাকিব ৩৮, শামসুর ৪, মুশফিকুর ২, নাসির ২৩, মাহমুদুল্লাহ ১৭*, জিয়া ০, মাশরাফি ১৭*; গুল ৩/৩০, আজমল ২/২০)।
ফল: পাকিস্তান ৫০ রানে জয়ী
ম্যাচসেরা: অাহমেদ শেহজাদ
Discussion about this post