ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচ জেতায় উজ্জীবিত বাংলাদেশ। আজ সেটারই প্রমাণ তারা দিল মাঠর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঁটোসাটো রোলিং করে অস্ট্রেলিয়াকে অল্প রানের মধ্যে আটকে দিয়েছে টিম টাইগার্স।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে বল করতে নেমে অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়ে ১২২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজ ৩টি ও শরীফুল নেন ২টি উইকেট।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরু থেকেই বল হাতে দারুণ করে বাংলাদেশ। এ সুবাদে ইনিংসের তৃতীয় ওভারেই মেহেদী হাসানের নৈপুণ্যে উইকেটের দেখা পায় টিম টাইগার্স। সে সময় এ স্পিনার ফিরিয়ে দেন আলেক্স ক্যারিকে। এরপর জস ফিলিপে ও মিশেল মার্শ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় টাইগারদের। তবে দ্রুতই তাদের জুটি পথচলা থামান মোস্তাফিজুর রহমান। এ পেসার ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ফিলিপেকে বোল্ড করে ফেরান। তারপরও খুব একটা স্বস্তি ফেরেনি স্বাগতিক শিবিরে। তৃতীয় উইকেটে জুটি বেঁধে লাল-সবুজদের চাপে ফেলেন ময়জেস হেনরিক্সস ও মার্শ। তারা প্রথমে ৪৭ বলে ৫০ রানের জুটি গড়েন। এরপর অবশ্য তাদের জুটি ভেঙে দেন সাকিব আল হাসান। এ তারকা ইনিংসের ১৫তম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন হেনরিক্সকে। ২৫ বলে ৩০ রান করে অজি এ ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। বাংলাদেশও সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরে। শেষ পর্যন্ত মোস্তাফিজ-শরীফুলের নৈপুণ্যে অজিদের অল্প রানে বেধে ফেলে বাংলাদেশ।
Discussion about this post