প্রথমে আফগানিস্তান এরপর নামিবিয়ার বিপক্ষেও জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু বুধবার অস্ট্রেলিয়ার কাছে ৭৪ রানে হেরে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশের যুবারা। রান রেটে এগিয়ে থেকে বি’ গ্রুপ থেকে সুপার লিগে উঠল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।
আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে অজি যুবারা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ২৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের রান ৪২ ওভারে অলআউট হয়ে করে ১৭০ রান।
বাংলাদেশ কমপক্ষে ২৩১ রান করে হেরে গেলেও রানরেটে উঠে যেত বিশ্বকাপের সুপার লিগে।
বাংলাদেশ গ্র“প পর্বে যাদের ১০ উইকেটে হারাল সেই আফগানিস্তান উঠে গেল পরের পর্বে। বাংলাদেশের মতোই আফগানদের পয়েন্ট ৪। তবে তাদের নিট রানরেট +০.৮৮১। বাংলাদেশের +০.০৯৭। অস্ট্রেলিয়ার +০.৯২৭। বুধবার ‘বি’ গ্র“পের আরেক ম্যাচে নামিবিয়াকে (১৯২/৯) উড়িয়ে দিয়েই আসলে রানরেটটা বাড়িয়ে নেয় আফগানরা (১৯৬/৬)। ১৪৭ বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে তারা।
অন্যদিকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্র“প ‘এ’ থেকে শেষ আটে উঠেছে ভারত এবং পাকিস্তান। ‘সি’ গ্র“প থেকে পরের রাউন্ডে উঠল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ‘ডি’ গ্র“প থেকে উঠেছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২৪৪/৬, ৫০ ওভার (ডোরান ৯৯*, জর্জি ৪৮, শর্ট ৩৬, বেজলি ২৪; মোস্তাফিজুর ১/৪৮, আবু হায়দার ১/৪৮, নিহাদুজ্জামান ২/৩২)।
বাংলাদেশ : ১৭০/১০, ৪২ ওভার (সাদমান ৪৯, লিটন ৪৩, মোসাদ্দেক ২৯, মেহেদি ১২; অ্যান্ড্র– ৩/৩৫, অ্যাশকেনাজি ৩/৩৩, ওয়াকার ২/২০)।
ফল : অস্ট্রেলিয়া ৭৪ রানে জয়ী।
Discussion about this post