ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শেষ ওভারে পাকিস্তানের জিততে প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল ২ উইকেট। ঠিক সে সময় বল হাতে নিয়ে ৪ বলের মধ্যেই মাত্র ৪ রান দিয়ে প্রতিপক্ষকে গুটিয়ে দেন জাহানারা আলম। আর তাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল পেয়ে যায় ৫ রানের রোমাঞ্চকর জয়।
ব্রিসবেনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে মুর্শিদা সুলতানার (৩৮ বলে ৪৩) নৈপুণ্যে বাংলাদেশ করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান। পরে জাহানারা আলমের আগুনঝরা (৩.২ ওভারে ২২ রানে ৪ উইকেট) বোলিংয়ে পাকিস্তানকে ১৯.৪ ওভারে ১০৬ রানে গুটিয়ে দেয় টাইগ্রেসরা।
পাকিস্তানের সামনে ১১২ রানের লক্ষ্য ছুঁয়ে দিয়ে বৃহস্পতিবার শুরু থেকে বল হাতে দাপট দেখান বাংলাদেশি বোলাররা। যার শুরুটা করেছিলেন অধিনায়ক সালমা খাতুন। এ স্পিনার ইনিংসের দ্বিতীয় ওভারেই পাক শিবিরে আঘাত করেন। ফিরিয়ে দেন দলটির ওপেনার আয়েশা নামিসকে (১)। এর কিছুক্ষণ পরই জাহানারা আলম দারুণ এক ডেলিভারিতে সানজিদা ইসলামের ক্যাচে সাজঘরের পথ দেখান প্রতিপক্ষ ওপেনার বিসমাহ মারুফকে। এ ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পাক শিবিরে ফের আঘাত করেন সালমা। এবার তিনি তুলে নেন উমায়মা সোহেলকে। সে সময় দলটির সংগ্রহ ৩ উইকেটে ২৩। এ অবস্থায় দলটির এক প্রান্ত আগলে লড়াইয়ে রেখেছিলেন আরেক ওপেনার জাভেরিয়া খান। চতুর্থ উইকেটে নিধা দারকে সঙ্গে নিয়ে বেশ খেলছিলেন তিনি। জুটিও তাদের গড়ে উঠেছিল ২৭ রানের। ঠিক সে সময় ইনিংসের নবম ওভারের শেষ বলে পান্না ঘোষ ফিরিয়ে দেন নিধাকে (১৪)। এরপরই খাদিজাতুল কুবরা তুলে নেন ইমরান জাভেদকে। তারপরও জাভেরিয়া খান চোখ রাঙানি দিচ্ছেলেন টাইগ্রেসরা। শেষ পর্যন্ত বিপজ্জনক এ ব্যাটারকে ফিরিয়ে লাল-সবুজ প্রতিনিধি শিবিরে স্বস্তি এনে দেন খাদিজা। তার আগে জাভেরিয়া ৫ চারে ৩৪ বলে করেন ৪১ রান। এরপরের গল্প শুধুই জাহানারার। কেননা এ পেসারই শেষদিকে পাক ব্যাটসম্যানকে ২২ গজে দাঁড়াতেই দেননি। শেষ পর্যন্ত শেষ ওভারের ২ উইকেট নিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয় এনে দেন।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন জাহানারা। এছাড়া সালমা ২৮ রানে ২, খাদিজা ১১ রানে ৩ ও পান্না ঘোষ ১০ রানে নিয়েছেন ১টি উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সে ধাক্কা কাটিয়ে ওঠার দারুণ চেষ্টা করেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। তারা গড়েন ২২ রানের জুটি। এরপরই রান আউটের ফাঁদে পড়েন নিগার। তবে এক প্রান্ত আগলে রেখে আয়েশা খাতুনকে নিয়ে প্রতিরোধ গড়েন মুর্শিদা। চতুর্থ উইকেটে তারা গড়েন ৫২ রানের জুটি। ঠিক এরপরেই ৪৩ রান করা ওপেনার মুর্শিদা খাতুন ফিরে যান রান আউট হয়ে। কিছুক্ষণ পরই ফারজানা ও আয়েশা ফিরে গেলে রান তোলার গতি কমে যায়। যে কারণে ১১১ রানে থামে বাংলাদেশ।
শুক্রবার থেকে শুরু হচ্ছে সপ্তম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও ভারত। এদিকে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ক্রিকেট দল: ২০ ওভারে ১১১/৮ (শামিমা ৩, মুর্শিদা ৪৩, সানজিদা ০, নিগার ১৩, ফারজানা ২১, আয়েশা ২, রুমানা ৬, রিতু ১৪*, শোভানা ০, ফাহিমা ১*; আইমান ২/১২, সাদিয়া ১/১০, আনাম ১/১২)
পাকিস্তান নারী ক্রিকেট দল: ১৯.৪ ওভারে ১০৬ (জাভেরিয়া ৪১, আয়েশা ১, বিসমাহ ২, উমাইমা ৪, দার ১৪, ইরাম ৫, আলিয়া ১৮, সিদরা ০, আইমান ৩, ফাতিমা ৯*, ডায়ানা ২; জাহানারা ৪/২২, কুবরা ৩/১১, সালমা ২/২৮, পান্না ১/১০)
ফল: বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫ রানে জয়ী
Discussion about this post