বাংলাদেশ নারী ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় জাহানারা আলম ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মধ্যকার বিতর্ক। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা সরাসরি অভিযোগ তুলেছেন বর্তমান অধিনায়ক জ্যোতি ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে, যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের অন্যতম মুখ জাহানারা আলম গত বছরের ডিসেম্বরের পর থেকে দলের বাইরে রয়েছেন। তিনি দাবি করেছেন, টিম ম্যানেজমেন্ট ও কিছু সিনিয়র ক্রিকেটারের পক্ষপাতিত্ব, অভ্যন্তরীণ রাজনীতি এবং অস্বচ্ছ পরিবেশের কারণে তার মতো ক্রিকেটারদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অভিযোগের মধ্যেই নারী ক্রিকেটের ভেতরের সম্পর্ক ও ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।
বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘দলটা আমাদের সবার। যখন দলটা সবচেয়ে ভালো সময় পার করছে, তখন এত নেতিবাচক কথাবার্তা, ব্যক্তিগত প্রতিহিংসা ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে দেখে অবাক হই। যারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, তারাই আজ এমন করছেন, এটা কষ্টের।’
তিনি আরও লেখেন, ‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, তখনই মনে হয় দলের সব কিছু খারাপ। কিন্তু যারা দলের প্রতি বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা। সাময়িক আলোচনায় আসা কোনো গুজব কার্যকরী হবে না, আশা করি।’
বিতর্কের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিবি সম্প্রতি এক সাবেক নারী ক্রিকেটারের জাতীয় দৈনিকে প্রকাশিত মন্তব্য লক্ষ্য করেছে। বর্তমান দলের অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’
বিসিবি জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবে। একইসঙ্গে বোর্ড সকল খেলোয়াড়কে পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে।










Discussion about this post