নারী ক্রিকেটারদের জন্যও সামনে অপেক্ষায় আছে ব্যস্ততা। একের পর এক সিরিজ। তার আগে জাতীয় দলটাও গড়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের নিয়মিতদের প্রায় সবাই আছেন দলে।
বাংলাদেশ সবশেষ টি-টুয়েন্টি খেলেছে গত জানুয়ারিতে কমনওয়েলথ গেমস বাছাইয়ে। সেই দলে শৃঙ্খলাজনিত কারণে জাহানারা আলম ছিলেন না। এই অভিজ্ঞ তারকাকে দলে ফিরিয়েছে বিসিবি।
মেয়েদের সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মারুফা আক্তার। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তবে বাদ পড়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন।
মারুফা গত লিগে বিকেএসপির হয়ে ১১ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। জিতেছিলেন টুর্নামেন্টের ‘বেস্ট প্রমিজিং প্লেয়ার’ পুরস্কার। নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ঢেলাপীর এলাকার বর্গাচাষী মো. আইমুল্লাহ’র কন্যা শত প্রতিকূলতা জয় করে উঠে এসেছেন জাতীয় দলে।
আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের। এই গ্রুপে টাইগ্রেসদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের দুটি শীর্ষ দল উঠবে ফাইনালে।
১৯ সেপ্টেম্বর স্কটল্যান্ড ও ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে চারটি দল সেমিফাইনালে উঠবে। তারপর ফাইনালে ওঠা দুই দল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বিশ্বকাপে জায়গা পাবে।
বাছাইপর্বের বাংলাদেশ দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুম, সানজিদা আখতার ও মারুফা আক্তার।
Discussion about this post