গত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সঙ্গে লড়ে যাচ্ছিলেন। গত শুক্রবার রাত থেকে ছিলেন রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালের ভেন্টিলেশনে। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না। মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা গেছেন জালাল আহমেদ চৌধুরী।
তিনি ছিলেন একাধারে সাবেক ক্রিকেটার, আম্পায়ার, কোচ, লেখক, ক্রীড়া সাংবাদিক। লেখায় ছিল ধ্রুপদী ছন্দ। তিনি কথায়, বুদ্ধিতে অন্যদের ছাড়িয়ে। সেই মানুষটি রেখে গেছেন অসংখ্য ভক্ত। তারা গুরুর এমন প্রয়াণে শোকাহত।
তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করলেন মাশরাফি বিন মতুর্জা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক প্রিয় কোচের মৃত্যু যেনো মেনে নিতে পারছেন না। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন, ‘যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা তাদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন।’
দেশসেরা অধিনায়ক মাশরাফি আরও লিখলেন, ‘স্যার, আপনার আন্ডারে খেলা,আপনার আদেশ,ড্রেসিং রুমে আপনার স্থির থাকা,আপনার লেখা এ সব কিছুই এখন সৃতি হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়ারের গুরু ছিলেন আপনি আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুন। আমিন।’
জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরে শোকাহত ক্রিকেটার লিটন দাস লিখেছেন, ‘জাতীয় ক্রিকেট কোচ ও প্রখ্যাত ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরীর সংবাদটা শুনে খারাপ লাগছে। শান্তিতে ঘুমান।’ বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন আইপিএল খেলতে গেছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি লিখলেন, ‘বাংলাদেশের অন্যতম ক্রিকেট লেখক ও স্বনামধন্য কোচ জালাল আহমেদ চৌধুরীর পরলোকগমনে আমরা গভীরভাবে মর্মাহত।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালতার ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।’
জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার ফেসবুকে লিখলেন, ‘স্যার আমরা আপনাকে মিস করবো।’ জাতীয় দলের আরেক সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস লিখেছেন, ‘আমাদের প্রিয় কোচ জালাল আহমেদ চৌধুরী স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁর আত্মাকে ক্ষমা করুন। আমিন।’
ক্রীড়া ব্যাক্তিত্ব জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক জানাল বিসিবি, ক্রিকেটারদের সংগঠন কোয়াব, সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ও বিএসপিএ।
Discussion about this post