এশিয়া কাপের গ্রুপপর্বেই নক-আউটের উত্তাপ! আজ রাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে, আর এই লড়াইকে সামনে রেখে সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফরের বিশ্লেষণ আলোচনায়।
জাফর মনে করেন, বাংলাদেশ–শ্রীলঙ্কার দ্বন্দ্ব সবসময় আলাদা মাত্রা পায়, ‘দুই দলের ম্যাচে উত্তেজনা বরাবরই বাড়তি থাকে। আবেগ, নাটকীয়তা-সবই দেখা যায়। ‘নাগিন ড্যান্স’-এর মতো মুহূর্তও এসেছে অতীতে।’
বাংলাদেশ ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছে এবং জয়ও পেয়েছে। ফলে কন্ডিশনের সঙ্গে পরিচিত তারা। অন্যদিকে শ্রীলঙ্কা এখনো নামেনি মাঠে, ‘বাংলাদেশ বেশি প্রস্তুত। এই ম্যাচ জিততে পারলে সুপার ফোরে চলে যাবে। তবে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের পথ কঠিন হয়ে যাবে।’
তবুও শ্রীলঙ্কার শক্তি অস্বীকার করেননি তিনি। বিশেষ করে স্পিনার হাসারাঙ্গা আর পেসার চামিরার নাম টেনে জাফর সতর্ক করে দিয়েছেন, ‘দ্রুত উইকেট পড়লে বাংলাদেশ চাপেই পড়বে।’ একই সঙ্গে বাংলাদেশের নাসুম আহমেদকেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন।
শেষ কথায় তিনি পরিষ্কার করে দিয়েছেন, প্রস্তুতি ও ফর্মে বাংলাদেশ এগিয়ে থাকলেও, যদি শ্রীলঙ্কার মূল খেলোয়াড়রা ছন্দে আসে তবে ম্যাচ পুরোপুরি পাল্টে যেতে পারে। ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে আটটায়, আবুধাবিতে!
Discussion about this post