ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে গত মার্চ থেকেই বন্ধ দেশের ঘরোয়া ক্রিকেট। তাই ক্রিকেটাররা চাইছেন দ্রুত মাঠে ফিরুক এ টুর্নামেন্ট। কিন্তু বর্তমান অবস্থা বিবেচনা এখনই ব্যাট-বলেই লড়াই মাঠে ফেরানোর চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বর্তমান অবস্থায় মাঠে ক্রিকেট ফেরানো কঠিন। ব্যাপারটি সবাই জানে। তারপরও কবে ফিরছে ঘরোয়া ক্রিকেট এই নিয়ে সবসময় জোর গুঞ্জন চলছেই ক্রিকেট পাড়ায়। দেশের অনেক ক্রিকেটারের এই লিগের উপর ভর করেই দিন চলে তারা তীর্থের কাকের মতো চেয়ে রয়েছেন লিগ শুরুর অপেক্ষায়। বৃহস্পতিবার সিসিডিএমের একটি সূত্র এ ব্যাপারে জানিয়েছে, ‘চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ঘরোয়া কোনো টুর্নামেন্ট হবার সম্ভাবনা নেই। সূত্রমতে জানা যায়, ‘ডিসেম্বর পর্যন্ত ক্লাব ক্রিকেটে কোনো টুর্নামেন্ট হবে না। পরিস্থিতি আসলে এমনই। যদি করোনা কমে আসে তাহলে ভিন্ন কথা।’
সিসিডিএম আরো জানায়, ‘মৌসুম শেষ হলেও আমরা চেষ্টা করবো প্রিমিয়ার লিগ করার। সেই আশায় আছি। আর করোনা পরিস্থিতি বুঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ লিগ নিয়ে জানুয়ারির পর সিদ্ধান্ত হবে।’
এরআগে গত মার্চে শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। আগের মতোই এ টুর্নামেন্টে অংশ নিয়েছিল ১২টি দল। প্রথম রাউন্ডে মাঠেও নেমেছিল দলগুলো। কিন্তু এরপরই করোনার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি সিসিডিএমের। যে কারণে অনির্দিষ্ট কালের জন্য দেশের ঘরোয়া এ টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করে সংস্থাটি।
Discussion about this post