আগের দিনই বাজে হারের কলঙ্ক লেগেছে গায়ে। কিন্তু বুধবার ঠিকই অনুপ্রেরনার উৎস পেয়ে গেলেন মুশফিকুর রহীমরা। দিনটি যে আমাদের গর্বের। মহান স্বাধীনতা দিবস! এই দিনে লাখো কণ্ঠে সোনার বাংলা’ গেয়ে গিনেস বুকের বিশ্ব রেকর্ড গড়ার যে আয়োজন ছিল তাতে যোগ দিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
অবশ্য জাতীয় প্যারেড গ্রাউন্ডে যেতে পারেন নি তারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকেই গলা মেলালেন মুশফিক-সাকিবরা।
মঙ্গলবার সুপার টেনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রানে হেরেছে বাংলাদেশ।
জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা..’ যেন নতুন করে জাগিয়ে দিল মুশফিকদের। উজ্জীবিত হল গোটা দল। বাংলাদেশ অধিনায়ক মুশফিক বলছিলেন, ‘খুবই ভালো লাগছে। রেকর্ড গড়া এমন একটা ভালো কাজের অংশ হতে পারলাম আমরা। আশা করবো ভবিষ্যতে যেন আমরা আরও ভালো ভাবে দেশটাকে তুলে ধরতে পারি।’
আরেক তারকা মাশরাফি বিন মর্তুজা বললেন, ‘আমরা এই গানটা গেয়েই মাঠে খেলতে নামি এবং এটা সত্যিই উজ্জীবিত করে। আজ ও উজ্জিবীত হলাম।’
এই রেশ ধরে রেখেই বাংলাদেশ ২৮ মার্চ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে চায়।
Discussion about this post