জাতীয় ক্রিকেট লিগের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। স্বীকৃত ক্রিকেটে অভিষেক মৌসুমে নিজেকে মেলে ধরে রংপুর বিভাগের আব্দুল্লাহ আল মামুন এখন আলোচনায়। তার পথ ধরে পেয়ে গেলেন বিসিবির নতুন প্রবর্তিত বিশেষ পুরস্কার। ১৯ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার দুই সাবেক ক্রিকেটার জহিরুল হক ও তারিকউজ্জামান মুনিরের স্মৃতিতে ‘জহির-মুনির অ্যাওয়ার্ড ফর ক্রিকেটিং এক্সিলেন্স’ পুরস্কার পাচ্ছেন। যেটি এবারই প্রবর্তন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির বিসিএল ফাইনালের পর মামুনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দুই লাখ টাকা অর্থ পুরস্কার সঙ্গে তিনি পাবেন একটি ব্লেজার ও পদক।
টেস্ট স্বীকৃতি লাভের আগে জাতীয় ক্রিকেট লিগের মতোই হতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। সেই ১৯৮৪-৮৫ মৌসুমে টুর্নামেন্টে দেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন তারিকউজ্জামান মুনির। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে করেন ৩০৮ রান। তারও আগে ঘরোয়া ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করেন জহিরুল হক। তখন প্রথম শ্রেণির স্বীকৃতি না থাকায় জহিরুল-মুনিরের কীর্তি থাকে রেকর্ডের বাইরে।
এবার রংপুরকে জাতীয় লিগ ট্রফি জেতানোর পথে বড় ভূমিকা থাকায় মামুন পেলেন সেরার স্বীকৃতি। তিনি ৯ ইনিংসে ৪৬.৫৭ গড়ে দলের পক্ষে সর্বোচ্চ ৩২৬ রান করে। আর মিডিয়াম পেসে ১২.২৭ গড়ে নেন ১১ উইকেট। তার পথ ধরে হলেন সেরাদের সেরা!
Discussion about this post