ঢাকা বিভাগকে ইনিংস ও ৪৯ রানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা তৃতীয়সহ রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতেছে খুলনা। এর আগে জাতীয় ক্রিকেট লিগে টানা চারবার শিরোপা জয়ের রেকর্ড ছিল শুধু রাজশাহী বিভাগের। ২০০৮ থেকে ২০১২, এ চার মৌসুমে শিরোপা জিতেছিল দলটি। এছাড়া অন্য কোনও বিভাগ টানা দুবারের বেশি শিরোপা জিততে পারেনি। শনিবার ঢাকা বিভাগকে হারিয়ে খুলনা জিতলো টানা তৃতীয় শিরোপা।
রোল অব অনার
১৯৯৯-২০০০: চট্টগ্রাম
২০০০-২০০১: বিমান বাংলাদেশ এয়ারলাইনস
২০০১-২০০২: ঢাকা
২০০২-২০০৩: খুলনা
২০০৩-২০০৪: ঢাকা
২০০৪-২০০৫: ঢাকা
২০০৫-২০০৬: রাজশাহী
২০০৬-২০০৭: ঢাকা
২০০৭-২০০৮: খুলনা
২০০৮-২০০৯: রাজশাহী
২০০৯-২০১০: রাজশাহী
২০১০-২০১১: রাজশাহী
২০১১-২০১২: রাজশাহী
২০১২-২০১৩: খুলনা
২০১৩-২০১৪: ঢাকা
২০১৪-২০১৫: রংপুর
২০১৫-২০১৬: খুলনা
২০১৬-২০১৭: খুলনা
২০১৭-২০১৮: খুলনা
Discussion about this post