আবারও হারানো সময় ফিরে পেতে লড়ে যাচ্ছেন তিনি। জাতীয় দলে ফেরার পথে কিছুটা এগিয়েও গেছেন অলরাউন্ডার সাব্বির রহমান। বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডের ‘এ’ দলে আছেন তিনি। এখানে দাপটে খেলতে পারলে দেখা যেতে পারে জাতীয় দলে। এমন কী এ মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলেও নাকি দেখা যেতে পারে সাব্বিরকে, এমন গুঞ্জনও আছে।
সবশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সি পরে মাঠে নামেন সাব্বির রহমান। এরপর অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে লড়ে গেছেন সাব্বির। গত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। যেখানে ব্যাট হাদে দেখিয়েছেন দাপট।
তার পথ ধরে এবার জায়গা পেলেন বাংলাদেশ ‘এ’ দলে। সেই মিশনে উইন্ডিজ যাওয়ার আগে সাব্বির রহমান বলেন, ‘দেখুন, টেকনিক্যাললি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। কিন্তু হতে পারে ফর্মটা খারাপ ছিল। ফর্মটা কিভাবে মেন্টাললি স্ট্রং করে কামব্যাক করা যায় সেটার চেষ্টা করেছি করার জন্য। শেষ প্রিমিয়ার লিগে তা করার চেষ্টা করেছি। সবকিছু মিলে ভালো গিয়েছে যেহেতু সেভাবেই খেলার চেষ্টা করবো।’
ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৫১৫ রান। তবে ১০২ এর ওপর স্ট্রাইক রেট টি-টুয়েন্টির দরজা খুলে দিচ্ছে। জাতীয় দলে হার্ড হিটার সঙ্কটও একটা বড় কারণ। সাব্বিরের মনোযোগ ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ এ দলের হয়ে বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা তার।
সাব্বির রহমান বলছিলেন, ‘দেখুন, টি-টুয়েন্টি তো পরের অপশন। আমার প্রথম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা। তিনটা ওয়ানডে আছে সেটা যদি ভালো করতে পারি তাহলে অপশনটা থাকবে। তাই আমি আগে চাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলি যেনো কনফিডেন্সটা বিশ্বাস করতে পারি। ওয়ানডে বা টি-টুয়েন্টিই হোক না কেনো আমি চিন্তা করি আমার স্ট্রাইক রেটটা যাতে বেশি থাকে। আর আমি যখনই বল খেলি তখন চেষ্টায় থাকি যেন বল থেকে রান বেশি থাকে। শেষ পাঁচবছর ধরে আমি তাই করেছি এখনও তাই করছি।’
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার জানেন ফেরার লড়াই সহজ নয়। সঙ্গে আরও যোগ করলেন, ‘সবকিছুই চ্যালেঞ্জিং। গত ৩ বছর জাতীয় দলের বাইরে, কোনো জায়গাতেই ছিলাম না। গত বছরটা ভালো গেছে, বিপিএলে ভালো করেছি দেখেই আমাকে বাংলাদেশ টাইগার্সে ডেকেছে। সেখান থেকে ওয়াস্ট ইন্ডিজে ‘এ’ দলে ওয়ানডে স্কোয়াডে আমি আছি আলহামদুলিল্লাহ। এটা একটা ভাগ্যের ব্যাপার। আর চ্যালেঞ্জিং যেটা বললাম, সব জায়গায়ই চ্যালেঞ্জিং। আমার জন্য এটা চ্যালেঞ্জের যে এ জায়গায় ভালো খেলে আবার কামব্যাক করতে হবে। আমার জন্য দারুণ সুযোগ, খোলা দরজা।’
জাতীয় দলের হয়ে ৬৬ ওয়ানডে খেলে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে সাব্বির তুলেছেন ১৩৩৩ রান। ৪৪ টি-টুয়েন্টি ম্যাচে ২৪.৮৯ গড়ে ৯৪৬ রান সাব্বিবের। খেলেছেন ১১ টেস্ট!
Discussion about this post