ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনেই নতুন মিশন। তার আগে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। তার আগে দল অনুশীলনে ফিরছে ১৯ আগস্ট। ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে এক ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ শেষে তিনজাতি টি-টুয়েন্টি সিরিজও। এই লড়াইয়ের জন্য ঘোষণা করা হয়েছে ৩৫ সদস্যের প্রাথমিক দল।
শনিবার বিসিবি ৩৫ জনের যে প্রাথমিক দলটা দিয়েছে, সেখানে আছেন এক ঝাঁক নতুন মুখ। দেখা মিলবে সাইফ হাসান, নাঈম শেখ, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লবের মতো তরুণদের।
আছেন মাশরাফি বিন মর্তুজাও। যদিও দুদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, এ ক্যাম্পে তারা রাখছেন না ওয়ানডে অধিনায়ককে। তবে শনিবার সেই সিদ্ধান্ত বদলেছে। নান্নু জানান, ‘মাশরাফি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। বিসিবির একজন খেলোয়াড়ের যে কার্যক্রম থাকে তাঁকে সে সবে অংশ নিতে হবে। যেহেতু টেস্ট ও টি-টোয়েন্টি মাশরাফি খেলে না, এ কদিন অনুশীলনটাই শুধু সে করবে।’
তবে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য ছুটি নেয়া এই কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে পারবেন না সাব্বির রহমান।
বাংলাদেশ প্রাথমিক দল-
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ, আবু হায়দার, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান ও আমিনুল ইসলাম।
Discussion about this post