বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান। তবে গেল বছর ভারতের বিপক্ষে সর্বশেষ মাঠে নামার পর থেকেই জাতীয় দলের জার্সিতে অনুপস্থিত তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন সাকিব, তবে সেই পারফরম্যান্স ছিল অনেকটাই ম্লান। তবুও, তার মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে ঘিরে আলোচনা থেমে নেই। অনেকেই প্রশ্ন তুলছেন-সাকিব কি আবার ফিরবেন জাতীয় দলে?
এনিয়ে আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু কথা বললেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সাকিবকে নিয়ে বোর্ড এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং তাঁকে নিয়ে আলোচনা ‘চ্যাপ্টার ক্লোজ’ নয়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘অবশ্যই নয়। আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল সাকিবকে সবসময় গুরুত্ব দিয়ে দেখে। অ্যাকশন শোধরানোর পর পিএসএল ছিল তার প্রথম টুর্নামেন্ট। সুতরাং এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আরও কয়েকটি ম্যাচ খেলুক, এরপর বোঝা যাবে সে কতটা প্রস্তুত।’
ইফতেখার রহমান মিঠু আরও যোগ করেন, ‘সাকিব বিশ্বমানের একজন খেলোয়াড়। যে কোনো দল তাকে পেলে শক্তি পায়। তাই আমরা তাকিয়ে আছি তার ফর্ম ও ফিটনেসের দিকে।’
এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হিসেবে থাকা সাকিব কি পারবেন আবারও ফিরতে সেই আলোয়? উত্তর সময়ই দেবে।
Discussion about this post