মাত্র ৫৮ রানে অলআউট! একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ম রানের ইনিংস। এমন ব্যর্থতার পর কোন অজুহাত দাড় করানোর সুযোগ নেই। লজ্জায় মাথা নীচু হয়ে আসলো মুশফিকুর রহীমের। যিনি ভারতের এই দলটাকে ‘বি’ টিম’ বলেছিলেন তিনি হতাশায় পুড়ছেন।
এখানেই শেষ নয়, মঙ্গলবার ভারতের কাছে ৫৮ রানে অলআউট হওয়ার পর অনুতপ্ত মুশফিক জাতির কাছে ক্ষমা চাইলেন। দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানের হারের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অধিনায়ক হিসেবে আমি লজ্জিত। জাতির কাছে ক্ষমা চাইছি। এই ব্যর্থতার ব্যাখ্যা দেওয়ার নেই। কোন অজুহাত দাড় করাব না। এটুকুই বলতে পারি- অনেক বড় একটি সুযোগ এসেছিল সামনে। ১০৬ রান করা যে কোনো উইকেটেই চেজ করা সম্ভব। কিন্তু আমরা ৫৮ রানে অলআউট! এর চেয়ে লজ্জাজনক কিছু আর জাতির জন্য হতে পারে না। ব্যাখ্যা দিলে অনেক কিছুই দেওয়া যায়। অনেক কিছুই বলা যায়। কিন্তু বাস্তবে কী হয়েছে সেটা আসলে সবাই দেখেছে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা ম্যাচটা জিততে পারিনি।’
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১০৬ রানে অলআউট করে বাংলাদেশ। তাসকিন আহমেদ অভিষেকেই নেন ৫ উইকেট। কিন্তু জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ মাত্র ৫৮ রানে অলআউট।
গত বিশ্বকাপে এই মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল টাইগাররা।
মুশফিক মনে করছেন- ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তা না থাকায় বোলারদের এনে দেয়া সুযোগ কাজে লাগানো যায়নি। সংবাদ সম্মেলনে বলছিলেন, ’৪৪ রান পর্যন্ত সব ঠিক ছিল, এরপর যে কি হল, বুঝলাম না। আমাদের দৃঢ়তা ছিল না।’
বল হাতে সাফল্য পাওয়া অভিষিক্ত পেসার তাসকিন আহমেদের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক, ‘অসাধারণ বল করেছে তাসকিন। একইসঙ্গে মাশরাফি ভাই আর আল আমিনও ভালো বল করেছেন।’
১৯ জুন ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর আগেই অবশ্য ২-০ তে সিরিজ জিতে নিল সুরেশ রায়নার ভারত।
Discussion about this post