বাংলাদেশ ক্রিকেটের এশিয়া কাপের ইতিহাসে ফাইনালে তিনবার উঠে রানার্সআপ হওয়া বেদনা এখনও ভোলা যায়নি। তবে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক মনে করছেন, এবার বাংলাদেশের ভাগ্য ভিন্ন হতে যাচ্ছে।
২০২৫ সালের শুরুতে খারাপ সময় পার করলেও বাংলাদেশ টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাস অর্জন করেছে। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ হারার পর সিরিজ ২-১ ব্যবধানে জয়, এবং মিরপুরে পাকিস্তানকে হারিয়ে দল নতুন উজ্জীবন পেয়েছে।
সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘ইনশা আল্লাহ, এবার আমরা এশিয়া কাপের জন্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। এখন দল সবাই পরিশ্রম করছে, আশা করছি ফলও সে অনুযায়ী হবে।’
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেদারল্যান্ডসের সঙ্গে, যা দলের জন্য প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ, ‘প্রত্যেকটি ম্যাচই আন্তর্জাতিক মানের। আমরা হালকাভাবে কোনো ম্যাচ নেই নেব না। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে সেরাটা দেওয়া।’
২০১২, ২০১৬ ও ২০১৮ সালে ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। এবার ৮ দলের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান, আর ভারত-পাকিস্তান আলাদা গ্রুপে।
Discussion about this post