মাঠে দারুণ শৃংখলা মেনে চলতে হয় ক্রিকেটারদের। ভুল হলেও আম্পায়ারের কথাই চূড়ান্ত। প্রতিবাদ জানালেন তো সর্বনাশ। গত শুক্রবার এমনই কাণ্ডে এবার জরিমানা হলো তামিম ইকবালের। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে জরিমানা দিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারা ভাঙার দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেলেন তামিম।
মিরপুরের শেরেবাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে ঘটল এমন ঘটনা। ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমেই বাংলাদেশ হারায় নাঈম শেখ ও সাকিব আল হাসানকে। তারপর তামিম ফেরেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। কিন্তু চামিরা দুশমন্থের বলে আউট হয়ে ফিরে যান তামিম।
চামিরার ফুলার লেংথ বল ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত আউট দেন তামিমকে। রিভিউ নিয়েছিলেন টাইগার ক্যাপ্টেন। দেখা যায় আলট্রা এজে ব্যাট মাটিতে লেগেছিল, তখন হাল্কা এজ তৈরি হয়। কিন্তু এরপরও সিদ্ধান্ত পাল্টায়নি মাঠের আম্পায়ার। ১৭ রানে আউট তামিম।
এভাবে ফিরে মাঠেই প্রতিক্রিয়া দেখালেন তামিম। এটা চোখে পড়ে ম্যাচ রেফারির। তার পথ ধরেই আইসিসি আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘনে শাস্তি পেলেন অধিনায়ক। এই শাস্তির সঙ্গে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।
তামিম অপরাধ স্বীকার করেন আইসিসি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের সামনে। এ কারণেই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি একশভাগ নিশ্চিত ছিলাম আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিত তাহলে ভিন্ন ঘটনা হতে পারতো। কিন্তু আমি একশ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি। খুবই হতাশার।’
Discussion about this post