উইকেট নিয়ে ‘সত্য উপলব্দির’র জন্য শাস্তির মুখোমুখি হতেই হচ্ছে তামিম ইকবালকে। কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় আলোচনার অনুসঙ্গ ছিল উইকেট। তা নিয়ে সমালোচনা করায় তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানা করার সুপারিশ করল বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। একইসঙ্গে তাকে সতর্ক করেও দেওয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান এই সুপারিশের কথা জানান। গত ২ ডিসেম্বর বিপিএলে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তামিম ইকবাল উইকেটকের সমালোচনার মুখর ছিলেন। এরপর সংবাদ সম্মেলনে টি-টুয়েন্টির জন্য এই উইকেট ‘জঘন্য’ বলে জানান তিনি। শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ড ও কিউরেটরের সমালোচনাও করেন এই ওপেনার।
তারপরই নাখোশ বিসিবি গত ১২ ডিসেম্বর তাকে শুনানিতে ডাকে। এরই প্রেক্ষিতে তার শাস্তির সুপারিশ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। পাপন জানালেন, ‘তাকে শক্ত আর্থিক জরিমানা করা হয়েছে। অনেকেই বলছেন, মাশরাফি, মোসাদ্দেক একই কথা বলেছে উইকেট নিয়ে। বিদেশি ক্রিকেটাররাও বলেছে। কিন্তু তামিমের ব্যাপারটি ছিল পুরো ভিন্ন। সবকিছু আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না, কারণ এটির প্রভাব আসতে পারে বাংলাদেশের ক্রিকেটের ওপর।’
বিসিবি প্রধানের মূল আপত্তি তামিম আউটফিল্ড নিয়ে কথা বলায়। পাপন বলেন, ‘একটা পিচ নিয়ে ক্রিকেটাররা বলতেই পারে যে টি-টুয়েন্টির জন্য আদর্শ নয়। কিন্তু আপনি আউটফিল্ড নিয়ে বলবেন কেন? কিউরেটর নিয়ে বলবেন কেন?’
Discussion about this post