এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক লিটন দাস টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন, যা শুরুতেই কার্যকর প্রমাণিত হয়।
আজ প্রথম ওভারেই তাসকিন আহমেদ শিকার করেন অংশুমান রাথকে। তানজিম হাসান সাকিব বাবর হায়াত ও জিসান আলীকে ফেরান। স্পিনার রিশাদ হোসেন কিঞ্চিত শাহকে এলবিডব্লিউ করে উইকেট নেন। শেষ ওভারে তাসকিন আইজাজ খানের উইকেট তুলে বোলিং আক্রমণে ভারসাম্য বজায় রাখেন।
নিজাকাত খান ৪২ রানে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। জিসান আলী ৩০ এবং অধিনায়ক ইয়াসিম মুর্তুজা ১৯ বলে ২৮ রান যোগ করেন। শেষ পর্যন্ত কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৯৪ রানে আটকে থাকা হংকং আজ তুলেছে চ্যালেঞ্জিং ১৪৩।
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। লিটন দাস ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও শামীম হোসেন। স্পিন আক্রমণে শেখ মেহেদী ও রিশাদ। পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ ও সাকিব।
২০১৪ সালে চট্টগ্রামে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরে যাওয়ার স্মৃতি থাকলেও এবারের দল অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী। টার্গেট ১৪৪-টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ সহজেই জিততে পারে।
Discussion about this post