শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ঐতিহাসিক এক কীর্তি গড়েছে বাংলাদেশ দল। কিন্তু এই সাফল্যে ভেসে যাওয়ার বদলে ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের কথা ভাবছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। ঢাকায় ফিরে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি পরিষ্কারভাবে বলেছেন-এই জয় যাত্রার শেষ নয়, বরং শুরু।
আজ নাফিস বলেন, ‘অবশ্যই দারুণ জয়। কিন্তু এখান থেকেই শুরু করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ধারাবাহিকতা।’
নাফিস ইকবাল আরও বলেন, ‘আমরা কেবল সিরিজ জয়ের পর উদযাপন করলেই হবে না, বরং আমাদের খেয়াল রাখতে হবে—প্রতিটি ছোট অর্জনও যেন আমরা উদযাপন করি এবং মূল্য দিই। তাহলেই গড়ে উঠবে উন্নতির ভিত।’
তিনি উদাহরণ টেনে এনিয়ে বললেন, ‘ওয়ানডে র্যাঙ্কিংয়ে হয়তো আমরা ১০ থেকে ৯ নম্বরে এসেছি। এটাও অর্জন। দেশের ক্রিকেট যদি উন্নতি করতে চায়, তাহলে আমাদের এ ধরনের ছোট সাফল্যগুলোকেও গুরুত্ব দিতে হবে-সাংবাদিকদের, দর্শকদের, সবারই।’
এদিকে প্রশংসিত হয়েছেন লিটন দাস, যিনি সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন। নাফিস বলেন, ‘এই সিরিজে আসা ওর জন্য সহজ ছিল না। বাইরে অনেক নেতিবাচক কথা, সোশ্যাল মিডিয়ার চাপ, ট্রল-সব মিলিয়ে কঠিন সময় গেছে। কিন্তু লিটন যেভাবে ফিরে এসেছে, তাতে ওর ক্যারেক্টার বোঝা যায়।’
সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল-ভাল ক্রিকেট খেলতে হলে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ‘আমরা জিতেছি ঠিক আছে, কিন্তু তাতে খুব বেশি আবেগে ভেসে গেলে চলবে না। ভারসাম্য রাখতে হবে, যাতে সাফল্য টিকিয়ে রাখা যায়।’
Discussion about this post