বিপাকেই ছিল বাংলাদেশ ‘এ’ দল। মনে হচ্ছিল হারতেই যাচ্ছে স্বাগতিকরা। শেষ অব্দি মাহমুদুল হাসান জয়ের শতরানে রক্ষা। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের রান পাহাড়ে চাপা পড়েনি বাংলাদেশ ‘এ’ দল। বরং স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সফরকারী উইন্ডিজ ‘এ’ দলের দেওয়া ৪৬০ রানের লিডের জবাবে খেলতে নেমে শুক্রবার শেষ দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩০৬ রান তুলে। ড্র হয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। তিন ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচটিও ড্র হয়।
এই সিরিজে ব্যাটিং লাইন ব্যর্থ হচ্ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজের শেষ দিনে মিলল সাফল্য। দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ড্র করতে পারল তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ‘এ’ ৪ উইকেটে ৩০৬ রান করার পর ড্র হয় ম্যাচ। সিরিজের ছয় ইনিংসে এই প্রথম তিনশ করল তারা। ৩ ম্যাচ সিরিজের প্রথমটিও ড্র হয়। দ্বিতীয় ম্যাচের জয়ে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
ম্যাচ বাঁচানোর লড়াই এই গরমে ৭ ঘণ্টা লড়েন জয়। ২৬৮ বলে ১১৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ইয়াসির আউট হন ৬৭ রান তুলে। তবে ম্যাচের সেরা জয়!
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১ম ইনিংস: ৪৪৫
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ২০৫
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ২য় ইনিংস: ২২০/৫ (ডি.)
বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬১, আগের দিন ৪৭/০) ৯১ ওভারে ৩০৬/৪ (জয় ১১৪, জাকির ৪৩, মুমিনুল ৫, সাইফ ৩৮, ইয়াসির ৬৭, শাহাদাত ২০; জর্ডান ১৪-২-৩৭-১, রিফার ১২-৩-৩৬-০, সিনক্লেয়ার ২৭-৫-৯৪-৩, ফিলিপ ১২-০-৪৯-০, পেরমল ২২-৭-৫৪-০, আথানেজ ৪-০-৪৪-০)।
ফল: ম্যাচ ড্র।
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয়।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১-০তে জয়ী।
Discussion about this post