ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষেই বুধবার জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের ২য় ইনিংসে সংগ্রহ ২৭ রান। ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা। ইনিংস ব্যবধানে হার এড়াতে তাদের আরও চাই ১২৮ রান। বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট।
১৩ রানে ৪ উইকেট হারানোর পর টেক্টর-মুর দিন পার করে দেন। টেক্টর ৮ ও মুর ১০ রানে অপরাজিত রয়েছেন। সাকিব-তাইজুল তুলেছেন ২টি করে উইকেট।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে জয় দেখছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আইরিশদের ২১৪ রানের জবাবে ম্যাচের বুধবার বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয় ৩৬৯ রানে। এরপর ১৫৫ রানে পিছিয়ে থাকা আইরিশরা দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ২৭ রানে।
বাংলাদেশের ইনিংসের এই সংগ্রহটা আসে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ব্যাট থেকে। ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে মুশফিক তুলেন ১২৬ রান। মুশফিকের সঙ্গে তার ১৫৯ রানের জুটি আসে ১৮৮ বলে। সাকিব শতরান থেকে ১৩ রান দূরে থামেন। ১৪ চারে তার ইনিংস থামে ৯৪ বলে ৮৭ রান করেন সাকিব। এই নিয়ে টেস্টে ১৩ বার ৮০ রান ছুঁয়েও সেঞ্চুরি করতে পারলেন না টেস্ট ক্যাপ্টেন।
মুশফিক ১৩৫ বলে করেন সেঞ্চুরি। ১০ সেঞ্চুরি নিয়ে এখন তিনি তামিম ইকবালের পাশে। বাংলাদেশের হয়ে তাদের চেয়ে বেশি সেঞ্চুরি মুমিনুল হকের। মোট ১১টি।
বুধবার দিনটা ছিল ম্যাকব্রাইনেরও। আয়ারল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে টেস্টে ৫ উইকেট শিকারের কীর্তি গড়ে অ্যান্ডি ম্যাকব্রাইন শেষ পর্যন্ত ৬ উইকেট নেন ১১৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৭৭.২ ওভারে ২১৪/১০ (ম্যাককলাম ১৫, কমিন্স ৫, বালবার্নি ১৬, টেক্টর ৫০, ক্যাম্পার ৩৪, মুর ১, টাকার ৩৭, ম্যাকব্রাইন ১৯, অ্যাডায়ার ৩২, হিউম ২, হোয়াইট ০*; শরিফুল ৮-১-২২-১, খালেদ ৯-১-২৯-০, ইবাদত ১২-০-৫৪-২, তাইজুল ২৮-১০-৫৮-৫, মিরাজ ১৭.২-৪-৪৩-২, সাকিব ৩-১-৮-০)
বাংলাদেশ ১ম ইনিংস: ৮০.৩ ওভারে ৩৬৯ (মুমিনুল ১৭, মুশফিক ১২৬, সাকিব ৮৭, লিটন ৪৩, মিরাজ ৫৫, তাইজুল ৪, শরিফুল ৪, ইবাদত ০, খালেদ ৪*; অ্যাডায়ার ১৭-২-৬৪-২, হিউম ১১-২-৩৭-০, ম্যাকব্রাইন ২৮-২-১১৮-৬, ক্যাম্পার ৮-১-৫৪-০, হোয়াইট ১৩.৩-০-৭১-২, টেক্টর ৩-০-২১-০)।
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১৭ ওভারে ২৭/৪ (কমিন্স ১, ম্যাককলাম ০, বালবার্নি ৩, টেক্টর ৮, ক্যাম্পার ১, মুর ১০; সাকিব ৭-২-১১-২, তাইজুল ৭-৪-৭-২, মিরাজ ২-১-১-০, ইবাদত ১-০-৪-০)।
ঢাকা টেস্ট ২য় দিন শেষে
Discussion about this post