নাটকীয় কিছু ঘটতে যাচ্ছে লর্ডস টেস্টে। টেস্টের ৪র্থ দিন শেষে রোববার তেমনই ইঙ্গিত। জয়ের জন্য শেষদিনে সোমবার
ইংল্যান্ডের প্রয়োজন ২১৪ রান। আর ভারতের চাই ৬ উইকেট।
ইংল্যান্ড ৩১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১০৫ রান করেছে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ২৯৫/১০ (রাহানে ১০৩; অ্যান্ডারসন ৪/৬০) ও ২য় ইনিংসে ৩৪২/১০ (বিজয় ৯৫, ধাওয়ান ৩১, পুজারা ৪৩, জাদেজা ৬৮, ভুবনেশ্বর ৫২; স্টোকস ৩/৫১, প্লানকেট ৩/৬৫)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ৩১৯/১০ (ব্যালান্স ১১০, প্লানকেট ৫৫*; ভুবনেশ্বর ৬/৮২) ও ২য় ইনিংসে ১০৫/৪ (কুক ২২, ব্যালান্স ২৭, রুট ১৪*, মঈন ১৫*; ইশান্ত ২/১৩)
###################################
লর্ডসে লড়ছে ভারত
লর্ডস টেস্টে শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ভারতের ২য় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ১৬৯ রান। মুরালি বিজয় ৫৯ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১২ রানে অপরাজিত আছেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়েন এই দুজনে।
এ অবস্থায় ১৪৫ রানে এগিয়ে আছে ভারত। হাতে রয়েছে ৬ উইকেট।
এর আগে ইংল্যান্ড ১ম ইনিংসে তুলে অলআউট হয়ে ৩১৯ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ২৯৫/১০ (রাহানে ১০৩, ভুবনেশ্বর ৩৬; অ্যান্ডারসন ৪/৬০) ও ২য় ইনিংসে ১৬৯/৪ (বিজয় ৫৯*, ধাওয়ান ৩১, পুজারা ৪৩, ধোনি ১২*; প্লানকেট ২/২৪)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ৩১৯/১০ (রবসন ১৭, ব্যালান্স ১১০, মঈন ৩২, প্লানকেট ৫৫*, প্রায়র ২৩, অ্যান্ডারসন ১৯; ভুবনেশ্বর ৬/৮২, জাদেজা ২/৪৬)
###############################
জমে উঠল লর্ডস টেস্ট
বেশ জমে উঠেছে ইংল্যান্ড-ভারতের মধ্যকার লর্ডস টেস্ট।
সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে স্বপ্ন দেখাচ্ছিল ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিং। কিন্তু এরপরই গ্যারি ব্যালান্সের জবাব। তাতেই ঘুরে দাড়াল ইংল্যান্ড। ব্যালান্স করেন ১১০ রান। আর ভুবনেশ্বর নেন ৪৬ রানে ৪ উইকেট।
টেস্টের দ্বিতীয় দিন শেষে শুক্রবার ইংল্যান্ড করেছে ৬ উইকেটে ২১৯ রান। এর আগে ১ম ইনিংসে ২৯৫ রানে অলআউট হয় ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ২৯৫/১০ (বিজয় ২৪, পুজারা ২৮, কোহলি ২৫, রাহানে ১০৩, ভুবনেশ্বর ৩৬, সামি ১৯; অ্যান্ডারসন ৪/৬০)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ২১৯/৬ (কুক ১০, রবসন ১৭, ব্যালান্স ১১০, বেল ১৬, রুট ১৩, মঈন ৩২, প্লানকেট ৪*, প্রায়র ২*; ভুবনেশ্বর ৪/৪৬)
Discussion about this post