হিসেবের ছক এবার উল্টে দিল স্বাগতিকরা। ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা পেলেও তিনদিনের ম্যাচে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে শুক্রবার তারা করেছে ৩ উইকেট হারিয়ে ৩১৬ রান।ম্যাচের ১ম দিন এইচপি ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণা করে।
স্বাগতিক দলের শুরটাই ছিল দুর্দান্ত। ওপেনিং জুটি করে ৮৪ রান। ২৯ রানে অধিনায়ক গ্রেগরিকে আউট করেন তানভীর হায়দার। কিন্তু দুই টপ অর্ডার ব্যাটসম্যান হ্যাকনি ও ডিকম্যান দলে নিয়ে যান ঠিক পথে। তৃতীয় উইকেট জুটিতে তারা করেন ৯৮ রান। হ্যাকনি ফিরেন নার্ভাস ৯৭ রানে। ডিকম্যান শতরান করে অপরাজিত ১০২ রানে।সফরকারী এইচপির বোলারদের মধ্যে সফল ২৯ রানে ২ উইকেট নেওয়া তানভীর।
এদিন ৯ জন বোলার বল করেছেন। তানভীর হায়দার ২টি ও নিহাদুজ্জামান ১টি ছাড়া সাফল্য পাননি অন্যরা। আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেনরা শুধু হতাশই হয়েছেন।
প্রথম দিনে ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে এইচপি দল ৬ উইকেটে ৩১২ রান তুলে দিন শেষের পর ইনিংস ঘোষণা করে। এর আগে এই দলকেই ওয়ানডে সিরিজে ৫-০তে উড়িয়ে দিয়েছিল এইচপি।
Discussion about this post