সাকিব-শিশিরের ভালবাসার গল্প যে কোন প্রেমিক জুটির জন্য অনুপ্রেরনার উৎস। মাঠে যেমন সাকিব আল হাসান নাম্বার ওয়ান মাঠের বাইরেও ঠিক একইভাবে আন্তরিক। স্ত্রী শিশিরের সঙ্গে তার রোমান্টিকতা গল্পের মতোই শোনায়। ভালবাসায় একাকার। দু’জন যেন দু’জনার।
সাকিব এখন আছেন নিউজিল্যান্ড সফরে। কিন্তু সময়ের চাকা ঘুরে যে আজ ২৯ ডিসেম্বর। বিশ্বসেরা এই অলরাউন্ডারের স্ত্রী, জীবনসঙ্গীনি উম্মে আহমেদ শিশিরের জন্মদিন। কিন্তু তিনি যে পাশে নেই। দেশের হয়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত সেই তাসমানিয়ান সাগরের পাশে।
ম্যাচ ডে’তেও ভুলেন নি নিজের প্রিয়তম স্ত্রীকে। অন্তর্জালে ফেসবুকে শুভেচ্ছা জানালেন শিশিরকে। নিজের ভেরিফাইড পেজে সাকিবের স্ট্যাটাস, ‘শুভ জন্মদিন আমার জীবনের ভালোবাসা! আমার জীবনে আসার জন্য এবং আমার জীবনকে উজ্জ্বলতর করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ভালোবাসা এবং তোমার মতো যত্মবান স্ত্রী পেয়ে ধন্য আমি।’
সাকিব-শিশিরের প্রেমের গল্প শুরু হয় সেই ২০১০ সালে। ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার সময় প্রথম দেখা। তারপর প্রেম এবং পরিনয়! দু’বছর যুক্তরাষ্ট্র বসবাসকারী শিশিরের সঙ্গে বিয়ে হয় সাকিবের। সেটা আবার দারুণ এক তারিখে ১২.১২.১২! তাদের সংসারে এরপর এসেছে ভালবাসার নির্দশন কন্যা আলাইনা হাসান অব্রি।
সব মিলিয়ে সুখী এক পরিবার সাকিব-শিশিরের।
Discussion about this post