ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বর্তমান কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন দুস্থরা। এজন্য তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পেসার রুবেল হোসেন, ওপেনার লিটন দাস ও তার পত্নী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা, মাশরাফি বিন মর্তুজা এবং মোসাদ্দেক হোসেন। এবার তাদের দেখানো পথে হাঁটলেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। বুধবার ২৭তম জন্মদিনটা এ ক্রিকেটার উদযাপন করলেন খেটে খাওয়া মানুষের সহায়তা করে।
দুস্থদের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেটের উজ্জ্বলতম জাহানারা, ‘এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সঙ্কটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’
এদিকে করোনাভাইরাস সঙ্কটে ক্রিকেটারদের মতো এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফরওয়ার্ড বিপলু আহমেদ, গোলরক্ষক শহীদুল আলম ও সাইফ স্পোর্টিংয়ের উইঙ্গার আরিফুর রহমান।
Discussion about this post