বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিমের জন্মদিন আজ। ১৯৮৮ সালের ৯ মে বগুড়া শহরে জন্ম হয় এই তারকা ক্রিকেটারের। এবার ২৯তম জন্মদিনের কেক কাটলেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ফেসবুক পেজে মুশফিককে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছে।
বগুড়ায় জন্ম নেয়া এই ক্রিকেটারটি সময়ের পথ বেয়ে উঠে এসেছেন জাতীয় দলে। আর এখন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। এবারের জন্মদিনটা পরিবারের মানুষদের ছাড়াই করতে হচ্ছে মুশফিককে। তিনি এখন রয়েছেন আয়ারল্যান্ড সফরে। ত্রিদেশীয় ক্রিকেট খেলতে সেখানেই আছে দল। হয়তো সতীর্থদের সঙ্গেই দিন কেটে যাবে তার।
২০০৬ সালে ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক মুশফিকের। তার আগে ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু তার। এরমধ্যে জাতীয় দলের হয়ে ১৬৮ ওয়ানডে খেলে করেছেন ৪১১৯ রান। চার সেঞ্চুরি ও ২৩ হাফসেঞ্চুরি আছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।
টাইগারদের হয়ে ৫৪ টেস্ট খেলে ৩২৬৫ রান করেছেন মুশফিক। পাঁচ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরির মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। দেশের হয়ে টেস্টে প্রথম ডাবলসেঞ্চুরিয়ান তিনিই।
বয়স মাত্র ২৯। নিশ্চিত করেই আরো অনেকটা পথ পাড়ি দেওয়ার আছে তার। সামনে পড়ে আছে দীর্ঘ ক্যারিয়ার। এরমধ্যে ব্যক্তিগত জীবনটাও সুখে ভরে আছে। জান্নাতুল কিফায়াত মন্ডি’র সঙ্গে দিন কেটে যাচ্ছে তার।
তবে এবার দু’জন দুই প্রান্তে। ত্রিদেশীয় ক্রিকেট মিশন শুরুর আগে কেকে কেটে চাঙ্গা মুশফিক। হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন!
Discussion about this post