শেষ পর্যন্ত কঠিন শাস্তির মুখোমুখি হতে হল সাকিব আল হাসানকে। ”শৃঙ্খলা ভঙ্গের” কারন দেখিয়ে সব ধরণের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে দেশ সেরা এই ক্রিকেটারকে।
এখানেই শেষ নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেবে না বলে জানিয়েছে।
সোমবার বিসিবির সভা শেষে এই শাস্তির কথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।
নিষেধাজ্ঞার ফলে সাকিবকে ছাড়াই আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এমনকি আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (বিপিএল), সিপিএল এবং বিগব্যাশে খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বিসিবির দাবী- অনাপত্তিপত্র না নিয়েই ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে ঢাকা ছেড়েছিলেন সাকিব। তাইতো বিসিবি জরুনী নির্দেশে রোববার দেশে ফিরেন এই তারকা ক্রিকেটার। তারপর ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। ভুল বোঝাবুঝির কারণে অনুমতি ছাড়াই তার দেশ ছাড়তে হয়েছিল বলে দাবি করেন সাকিব। জানান বোর্ড কর্তা আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন তিনি।
তারপরও কঠোর সিদ্ধান্ত নিল।
বিসিবি জানিয়েছে-নিষেধাজ্ঞা চলার সময় জাতীয় দলের হয়ে অনুশীলন করতে পারবেন না সাকিব আল হাসান।
এমন শাস্তির পর এখন উত্তাল ফেসবুক আর টুইটার। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই লেখেছেন-শাস্তিটা বেশি হয়ে গেছে দেশ সেরা ক্রিকেটারের। অনেকে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন।
Discussion about this post