ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছিল , সংযুক্ত আরব আমিরাতে পৌঁছনোর পর ক্রিকেটারদের ছয় দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু তিন দিনের কোয়ারেন্টাইন চাইছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা চাইছে আইপিএল চলাকালীন দলগত ও পারিবারিক নৈশভোজের অনুমতি। তবে সেটা করা হবে অনেক আগে দেওয়া নোটিসের পরিপ্রেক্ষিতে। বাইরে থেকে হোটেলে খাবার আনার অনুমতিও চাওয়া হয়েছে।
আইপিএলের দলগুলো আরব আমিরাতে পৌঁছনোর প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পরীক্ষা করা হবে। তাতে পাশ করলেই অনুশীলন শুরু করা যাবে। এ ছাড়া ৫৩ দিনের প্রতিযোগিতায় প্রত্যেক পঞ্চম দিন টেস্ট করা হবে।।কিন্তু, ফ্র্যাঞ্চাইজিরা চাইছে ক্রিকেটাররা যত তাড়াতাড়ি সম্ভব যেন অনুশীলনে নেমে পড়েন। অধিকাংশ ক্রিকেটারই গত কয়েক মাসে ব্যাট-বলের সঙ্গে সম্পর্কহীন অবস্থায় রয়েছেন। তাই তাঁদের তিন দিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামাতে চাওয়া হচ্ছে।
যদিও এরআগে বিসিসিআই জানিয়েছিল, আাগামী ২০ আগস্ট আইপিএলের দলগুলো আমিরাতের উদ্দেশে রওনা না হয়। কিন্তু, চেন্নাই সুপার কিংস চেয়েছিল আগে আমিরাতে পৌঁছে অনুশীলন শুরু করতে। তাই বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছে যে ১৫ আগস্ট নাগাদ রওনা হওয়া সম্ভব কি না। যাতে কোয়ারেন্টাইন পর্ব মেটার পরও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।
বোর্ডের নির্দেশিকা অনুসারে ক্রিকেটারদের পরিবার ও দলের মালিকদের থাকতে হবে বায়ো-সিকিউর পরিবেশে। এটাতেও আপত্তি রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। বলা হচ্ছে যে টিমের মালিকদের পক্ষে প্রায় তিন মাস ওই জৈব সুরক্ষা বলয়ে থাকা মুশকিল। কিন্তু তা না থাকলে স্কোয়াডের সঙ্গে মেলামেশা করা সম্ভব নয়।
Discussion about this post