ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চুটিয়ে ক্রিকেট সুধা পান করে ক্যারিবীয় ক্রিকেটাররা। হার-জিত নয়, ক্রিকেটের উত্তেজনাটাই উপভোগ করে তারা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তেমনই আনন্দময় এক ম্যাচ উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচে হ্যাটট্রিক আনন্দে ভাসলেন আকিলা দনাঞ্জয়া। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন কাইরন পোলার্ড। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেল উইন্ডিজ।
কুলিজ ক্রিকেট গ্রাউন্ডের অভিষেক আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩১ রানে আটকে রাখে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে এরপর ক্যারিবিয়ানরা ম্যাচ জেতে ৪১ বল বাকি রেখে।
৪১ বছর বয়সী ক্রিস গেইল ২ বছর পর ফেরার এই ম্যাচে রেকর্ড বইয়ে রীতিমতো ঝড় উঠেছে। দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে হ্যাটট্রিক করেন তুলেন নে আকিলা দনাঞ্জয়া।এই স্পিনার ফেরান এভিন লুইস, ক্রিস গেইল ও নিকোলাস পুরানকে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটি চতুর্দশ হ্যাটট্রিক। শ্রীলঙ্কার প্রথম হ্যাটট্রিক ম্যান থিসারা পেরেরা।
ইনিংসের ৬ নম্বর ওভারে দনাঞ্জয়ার ৬ বলে ৬ ছক্কা হাঁকান কাইরন পোলার্ড। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই রেকর্ড গড়া দ্বিতীয় ব্যাটসম্যান পোলার্ড। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬ ছক্কা হাঁকান যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে এক ওভারের সব বলে ছক্কা মেরেছেন একজনই। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁকান দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।
স্বীকৃত ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে টানা ছয় বলে ছক্কার রেকর্ড মাত্র ৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই অর্জন আছে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রি, ঘরোয়া টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের রস হোয়াইটলি, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের লিও কার্টারের।
৪ ওভারে ৮টি ছক্কা হজম করেন আকিলা দনাঞ্জয়া। একটি টি-টুয়েন্টিতে এত ছক্কা আগে হয়নি কোনো এক বোলার। এর আগে সবচেয়ে বেশি ছক্কা দেওয়ার রেকর্ড ছিল ৭টি, যৌথভাবে ৪ বোলারের। আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই, ভারতের যুজব্রেন্দ্র চেহেল ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩১/৯ (ডিকভেলা ৩৩, গুনাথিলাকা ৪, নিসানকা ৩৯, চান্দিমাল ১১, ম্যাথিউস ৫, থিসারা ১, হাসারাঙ্গা ১২, বান্দারা ১০, দনাঞ্জয়া ৯*, চামিরা ২; সিনক্লেয়ার ৩-০-২৬-১, এডওয়ার্ডস ৪-০-২৯-১, হোল্ডার ৪-০-১৯-১, ম্যাককয় ৪-০-২৫-২, ব্রাভো ৪-০-২৬-১, অ্যালেন ১-০-৪-১)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.১ ওভারে ১৩৪/৬ (সিমন্স ২৬, লুইস ২৮, গেইল ০, পুরান ০, পোলার্ড ৩৮, হোল্ডার ২৯*, অ্যালেন ০, ব্রাভো ৪*; ম্যাথিউস ১-০-১৯-০, দনাঞ্জয়া ৪-০-৬২-৩, চামিরা ৩-০-২৯-০, হাসারাঙ্গা ৪-০-১২-৩, বান্দারা ১-০-২-০, প্রদিপ ০.১-০-৬-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: কাইরন পোলার্ড।
Discussion about this post