ব্যাপারটা যেন নিয়মে দাড়িয়ে গেছে। মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগ মানেই শিরোপা মোহামেডানের। এবারো সেই চেনা দৃশ্যেরই মঞ্চায়ন হল।
শনিবার মিরপুর শেরেবাংলায় ফাইনালে ৭৭ রানে হারিয়েছে আবাহনীকে হারিয়ে ট্রফি জিতল মোহামেডান। ছয়বারের টুর্নামেন্টে পাঁচবারই চ্যাম্পিয়ন তারা। ইতিহাস জানাচ্ছে-২০০৯ সালে টুর্নামেন্টের প্রথম সুচনায় ট্রফি জিতেছিল মোহামেডান। এরপরের বছর শিরোপা লড়াইয়ে আনসার অ্যান্ড ভিডিপির কাছে হেরে রানার্সআপ হয় তারা। এরপর থেকে পেছনের চার বছরের টানা চারবারই মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগ মানেই ট্রফি মোহামেডানের।
শনিবার প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডানের মেয়েরা তুলে ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান। সেঞ্চুরি করেন রুমানা। জবাব দিতে নেমে আবাহনী ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১২৭ রান।
তবে পুরো টুর্নামেন্ট স্মরনীয় হয়ে ছিল আবাহনীর অলরাউন্ডার লতা মণ্ডলের। ব্যাট হাত ৮ ম্যাচে করেন ৩০০ রান। আবার নেন ১৮ উইকেট। টুর্নামেন্ট সেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান : ২০৪/৭, ৪০ ওভার (সাথিরা ১৩, রুমানা ১০০, তাহিন ১৯, তাজিয়া ২০; জাহানারা ৩/৩৪)।
আবাহনী : ১২৭/৭, ৪০ ওভার (মনতাহা ১৫, লতা ৫৪, শারমিন ২২; সালমা ৩/১৮, ইতি ৩/৩২)।
ফল : মোহামেডান ৭৭ রানে জয়ী।
ম্যাচসেরা : রুমানা আহমেদ।
টুর্নামেন্টসেরা : লতা মণ্ডল।
Discussion about this post