মাত্র চার মাস, তাতেই জীবনের বাঁক বদলে গেছে মুস্তাফিজুর রহমানের। তিনি এখন তারকা। যেখানেই যাচ্ছেন তাকে ঘিরে ভীড়, অটোগ্রাফের আবদার। গ্রামের বাড়ি সাতক্ষীরা বেড়াতে গিয়ে তেমন অভিজ্ঞতাই হচ্ছে জাতীয় দলের এই পেস বোলারের।
এইতো রোববার তেঁতুলিয়া থেকে ৪০ কিলোমিটার দূরে সাতক্ষীরায় মোটরবাইকে করে গেলেন মুস্তাফিজ। গেলেন মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে। এখানেই পড়েছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। স্কুলের শিক্ষার্থীদের তার সেই বিখ্যাত অস্ত্র ”কাটারে”র টিপস দিলেন। দিলেন অটোগ্রাফ।
তাকে নিয়ে এতো উচ্ছাসা থাকলেও মুস্তাফিজ আছেন আগের মতো। ভারত বধের নায়ক বললেন- ”দেখুন আমি তারকা হয়ে যাই নি। আমি আছি আগের মতোই, সেই আগের মুস্তাফিজ।”
Discussion about this post