ভাল-মন্দ মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজটা কেটেছে বাংলাদেশের। প্রথম টেস্টে ড্র। দ্বিতীয়টিতে হার। শুধু ব্যক্তিগত কিছু অর্জনই সঙ্গী হয়েছে। সামনে আরেক মিশন। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। তার আগে এখন ছুটির আমেজে সবাই।
আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ছুটি কাটাতে বিদেশ ভ্রমণে এখন অনেকেই। দলের সেরা তারকা সাকিব আল হাসান অবশ্য ছুটি নয়, প্রয়োজনে যাচ্ছেন সিঙ্গাপুর। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। সেটি করছেন না। সাকিবের সিঙ্গাপুর ভ্রমণ ছুটির অংশ নয় বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানেই পুরো শরীরের রেগুলার চেকআপের জন্য শুক্রবার রাত ১১টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন এই তারকা ক্রিকেটার।
সিঙ্গাপুরে শারীরিক চেকআপ শেষ করার পর ৩১ মে ঢাকায় ফিরে আসবেন সাকিব। ঢাকা থেকে দলের সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। তামিম ইকবাল গেলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই, তাইজুল ইসলাম থাইল্যান্ড আর নুরুল হাসান সোহান যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
পরিবার নিয়ে দুবাই গেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম। তার স্ত্রী ও সন্তানরা আছেন সঙ্গে। রাসেল ডমিঙ্গো ও অ্যালান ডোনাল্ড ছুটিতে ফিরে যাচ্ছেন নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকায়। ছুটি কাটিয়ে তারা যোগ দেবেন দলের সঙ্গে।
উইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে।
Discussion about this post