ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফর্মের তুঙ্গে থাকা বাবর আজম এবার পাকিস্তানকে দিল দুঃসংবাদ। রোববার সকালে অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। যে কারণে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন এ ডানহাতি।
আগামী ১৮ ডিসেম্বর ইডেন পার্কে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এ তিন ম্যাচেই বাবরকে পাচ্ছে না সফরকারীরা।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে অনুশীলন করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান তিনি। এরপর তাকে কুইন্সটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে রিপোর্ট দেখে বোঝা গিয়েছে মাঠে তাৎক্ষণিক ফিরতে পারছেন না বাবর।
২৬ ডিসেম্বর বে ওভালে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাবর থাকবেন না- সে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার চোটটি এখন নিবিড় পর্যবেক্ষণে থাকবে।
বাবরের অনুপস্থিতিতে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাদাব খান।
Discussion about this post