শেষ মুহুর্তে প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হল ওয়ালটন। তারা দেবে ৩০ লাখ টাকা। এর পাশাপাশি চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে আলাদা পুরস্কার দেবে ওয়ালটন। রয়েছে লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বাধিক উইকেট শিকারি ও টুর্নামেন্টসেরার পুরস্কার। বিসিবিও এবার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে নগদ অর্থ পুরস্কার দেবে। চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ, রানার্সআপ ৯ লাখ টাকা। তৃতীয় স্থান পাওয়া ৮ লাখ আর চতুর্থ স্থান পাওয়া দল পাবে সাড়ে ৭ লাখ টাকা। এছাড়া সেরা অলরাউন্ডার পাবেন ১১০ সিসি ওয়ারটন ক্রুজ মোটরবাইক।
স্পন্সর ওয়ালটন চ্যাম্পিয়ন দলকে ৩৬৫ লিটারের রেফ্রিজারেটর দেবে। রানার্সআপের জন্য থাকবে ২৪৪ লিটার আর তৃতীয় হওয়া দল পাবে ১৯১ লিটারের রেফ্রিজারেটর। এছাড়া লিগের সর্বোচ্চ রান সংগ্রকারী-সর্বাধিক উইকেট শিকারির জন্য ওয়ালটন ১০০ সিসি মোটরসাইকেল দেওয়া হবে। প্রতি খেলার সেরা পারফরমারের জন্যও থাকছে পুরস্কার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ।
Discussion about this post