বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে ঘোষণা করল চ্যাম্পিয়ন্স ট্রফির সহ-অধিনায়ক। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
স্কোয়াডের ১৫ ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে দুবাই যাবেন মিরাজ। তবে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে পাঠানো হচ্ছে। তারা ২০ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসবেন।
মিরাজের সহ-অধিনায়কত্ব পাওয়াটা প্রত্যাশিতই ছিল। শান্তর ইনজুরির কারণে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার অধীনে বাংলাদেশ ২০০৯ সালের পর প্রথমবার ক্যারিবীয় মাটিতে টেস্ট জয় পায়। এর আগে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক, যেখানে সহ-অধিনায়ক ছিলেন শান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এই টুর্নামেন্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে থাকছেন চার পেসার-তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। ওপেনিংয়ে তানজিদ তামিম ও সৌম্য সরকারের পাশাপাশি ব্যাকআপ হিসেবে আছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে অধিনায়ক শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়রা ব্যাটিং সামলাবেন। স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
Discussion about this post