চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে জায়গা হয়নি লিটন দাসের। তবে তিনি বসে নেই। বিপিএল শেষে কয়েকদিনের বিশ্রাম শেষে আজ তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে এই বিশেষ অনুশীলন ক্যাম্প।
আজ থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ক্যাম্পের মূল উদ্দেশ্য মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, দলগুলোর প্রস্তুতি শুরু হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্প চলবে।
বিপিএল শেষ হলেও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফর্ম ও ফিটনেস ধরে রাখার জন্য বিসিবির বিশেষ উদ্যোগ বাংলাদেশ টাইগার্স। ১০-১২ দিনের এই ক্যাম্পে প্রথমদিকে ফিটনেস নিয়ে কাজ করা হবে, পরে শুরু হবে স্কিল অনুশীলন। ক্যাম্প পরিচালনার দায়িত্বে আছেন সোহেল ইসলাম।
শুধু জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রস্তুতির জন্যই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের কেউ যদি ইনজুরিতে পড়েন, তবে যেন দ্রুত বিকল্প তৈরি রাখা যায়, সেটিও এই ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য।
এখন আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা কম থাকলেও মিরপুর স্টেডিয়ামে কর্মযজ্ঞ থেমে নেই। একাডেমি মাঠে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন চলছে, পাশাপাশি প্রিমিয়ার লিগকে সামনে রেখে নারী ক্রিকেটাররাও ব্যস্ত অনুশীলনে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ টাইগার্স ক্যাম্প।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
১৯ ফেব্রুয়ারি – ভারতের বিপক্ষে
২৪ ফেব্রুয়ারি – নিউজিল্যান্ডের বিপক্ষে
২৭ ফেব্রুয়ারি – পাকিস্তানের বিপক্ষে
Discussion about this post