ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোট থেকে সুস্থ হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখছেন না শফিউল ইসলাম। কিন্তু দুঃসময় যেন পিছু ছাড়ছে না তার। তবে এবার চোট সারাতে অভিজ্ঞ এ পেসার যাচ্ছেন ভারতে।
কদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলার সময় চোট পেয়ে ছিটকে পড়েন শফিউল। আসরে তিনি খেলেছেন মাত্র দুটি ম্যাচ। ২৬ নভেম্বরের পর আর দলের হয়ে মাঠে নামা হয়নি। দ্বিতীয় ম্যাচে অবশ্য বল হাতে সফল ছিলেন। কিন্তু চোট পাওয়ার পর ছাড়তে হয় দলের সঙ্গ। এরপর ছিলেন বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে।
গত ২১ ডিসেম্বর বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, শফিউলের মেরুদণ্ডের চোট সারাতে দেওয়া হচ্ছে ইনজেকশন। তবে ইনজেকশনের চিকিৎসা ফলপ্রসূ না হলে বিদেশে উন্নত চিকিৎসা করানো লাগতে পারে। শেষমেশ শফিউলকে নিতে হয়েছে সেই সিদ্ধান্তই। তাই প্রত্যাশা অনুযায়ী কম সময়ে ফিটনেস ফিরে পাওয়াও হচ্ছে না।
পিঠের চোট কয়েকদিন ধরে ভালোই ভোগাচ্ছে শফিউলকে। চোট সারাতে তাকে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শফিউল ভোগান্তির ইতি টানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন, সহজভাবে যাতে জোগাড় করে দেওয়া যায় ভারতের ভিসা। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যেই চিকিৎসার জন্য ভারতে যেতে চান শফিউল।
বিসিবির নির্বাচক সূত্র জানিয়েছে, চোটের কারণে শফিউল নেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভাবনায়ও।
Discussion about this post