একেই বলে কারো কারো পৌষ মাস কারো সর্বনাশ। দুর্দান্ত ফর্মে থাকা শফিউল ইসলাম হঠাৎ করেই পড়লেন ইনজুরিতে। হ্যামস্ট্রিংয়ের চোট এতোটাই মারাত্মক যে ডাক্তাররা জানিয়ে দিলেন, মাস খানেক থাকতে হবে মাঠের বাইরে। তাইতো নির্বাচক খুঁজে নিলেন তার বিকল্প।
আগামী নিউজিল্যান্ড সফরে শফিউল ইসলামের জায়গায় থাকছেন কামরুল ইসলাম রাব্বি। বুধবার তার নাম ঘোষণা করেছেন নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু।
তবে ফিটনেস ফিরে পেলে কিউইদের বিপক্ষে টেস্টের জন্য বিবেচিত হবেন। নির্বাচকরা আশা করছেন দ্রুত ইনজুরি কাটিয়ে উঠবেন শফিউল। নান্নু বলেন, ‘দেখুন শফিউল এখনো আমাদের দৃষ্টিতে আছে। তার যেহেতু হ্যামস্ট্রিংয়ের চোট, দ্রুত সেরে উঠতে পারলে নিউজিল্যান্ড সিরিজের টেস্টের জন্য বিবেচনা করা হতে পারে তাকে। আপাতত সে কেবল ওয়ানডে ও টি-টুয়েন্টির স্কোয়াড থেকে বাইরে থাকছে।’
বলা দরকার, গত মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন খুলনা টাইটান্সে খেলা শফিউল। এ অবস্থায় ডাক্তাররা বলছেন, কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এর আগে চোটে পড়া পেসার মোহাম্মদ শহীদের বিকল্প হিসেবে রুবেল হোসেনকে নেয়া হয়েছে অজি-কিউই সফরের জন্য মঙ্গলবার ২২ সদস্যের প্রাথমিক দলে।
আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশের তিন ওয়ানডে ম্যাচের প্রথমটি। তারপর টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ।
Discussion about this post